ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আখাউড়া সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
আখাউড়া সীমান্তে ২ ভারতীয় নাগরিক আটক ছবি: প্রতীকী

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ২ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটককৃতরা হলেন- অসীম রায় (৪৬) ও বিল্পব রায় (৪২)।

তারা ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার সুনিল রায়ের ছেলে।

শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ঘাগুটিয়া বিওপি’র হাবিলদার সোলেমানের নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে।

বিজিবি-১২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, আটককৃত দুই ভারতীয় নাগরিককে রাতে মামলাসহ থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।