ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

জাবিতে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
জাবিতে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পালিত হয়েছে বিশ্ব প্রতিবন্ধী দিবস-২০১৫।

ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভল‍াপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এই দিবস পালিত হয়।



দিবসটি উপলক্ষে শনিবার (০৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে দিয়ে অমর একুশের পাদদেশে এসে শেষ হয়। শোভাযাত্রার আগে শহীদ মিনারের পাদদেশে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিএফ জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক এটিএম আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এ মামুন, আইবিএ-জেইউ এর সহকারী অধ্যাপক আইরনি আখতার।

এটিএম আতিকুর রহমান বলেন, আমরা সকলেই কোনো না কোনো ভাবে প্রতিবন্ধী। কাজেই কাউকে প্রতিবন্ধী হিসেবে দেখার কোনো সুযোগ নেই। যাদের একটু শারীরিক সমস্যা রয়েছে আমরা তাদের পাশে থাকলে তারা কোনো ভাবেই তাদের সমস্যার কথা বুঝতে পারবে না।

তিনি প্রতিবন্ধীদের পাশে থাকার জন্য সকলের প্রতি আহবান জানান।

অধ্যাপক এ এ মামুন বলেন, ‘প্রতিবন্ধীদেরকে অবহেলা করা উচিত নয়। কারণ, আমরা যারা সুস্থ আছি তারাও যে কোনো সময় তাদের মত অক্ষম হয়ে যেতে পারি।

প্রতিবন্ধীরা বোঝা নয়। উপযুক্ত পরিবেশ পেলে তারাও তাদের যোগ্যতার বিকাশ ঘটাতে পারবেন। ’

সংগঠনের সভাপতি কাউসার হামিদ বলেন, আমরা যতোদিন আছি ততোদিন প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে থাকবো এবং তাদের অধিকার নিয়ে কাজ করব।

র‌্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন- প্রত্নতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মোকাম্মেল এইচ ভূঁইয়া, আইবিএ-জেইউ এর অধ্যাপক কামরুল আরেফিন, আইন ও বিচার বিভাগের সভাপতি মো. রবিউল ইসলাম, পিডিএফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মামুনুর রশিদ, হাসানুল বান্না, ইফতেখারুল আরেফিন, পিডিএফ জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় শাখার সভাপতি কাউসার হামিদ, সাধারণ সম্পাদক মো. সুমন আলী প্রমুখ।

সমাবেশে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কথা মাথায় রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনের ওঠানামার জন্য বিশেষ নকশা অনুসরণ করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।