ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন

বেতাগীতে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
বেতাগীতে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: বরগুনার বেতাগী পৌরসভা নির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হুমায়ন কবিরকে প্রত্যাখান করে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে শনিবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।



সংবাদ সম্মেলনে বক্তারা কেন্দ্রীয় যুবদল নেতা কামরুজ্জামান মিলনকে স্থানীয়ভাবে বিএনপি থেকে মনোনয়ন দিয়ে তার পক্ষে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বেতাগী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান কবির, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান খান নান্না, সাধারণ সম্পাদক মিজানুর  রহমান খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
বক্তারা বলেন, তৃণমূলের মতামত অগ্রাহ্য করে নির্বাচনী বোর্ড গঠন ছাড়াই আওয়ামী লীগ থেকে সদ্য যোগদানকারী হুমায়ন কবিরকে দলীয় মনোনয়ন দেওয়ায় তাকে প্রত্যাখান করা হচ্ছে। যদি কামরুজ্জামান মিলনকে দলীয় মনোনয়ন না দেওয়া হয়, তবে স্থানীয়ভাবে মনোনীত কামরুজ্জামান মিলনকে জয়ী করতে নেতাকর্মীরা কাজ করবে।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।