ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবা-দাদাকে পিটুনি, বাসায় ভাঙচুর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবা-দাদাকে পিটুনি, বাসায় ভাঙচুর ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর রায়েরবাজার এলাকায় যৌন হয়রানির প্রতিবাদ করায় ভুক্তভোগী তরুণীর বাসায় হামলা চালিয়েছে বখাটেরা। এ ঘটনায় ওই তরুণীর বাবা ও দাদা আহত হয়েছেন।



শনিবার (০৫ ডিসেম্বর) বিকেলে রায়েরবাজার এলাকার ১৪৪/বি বাসায় এ হামলার ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন- একটি ব্যাংকের গাড়ি চালক বাদল মিয়া (৪৫) এবং তার বাবা মনির উদ্দিন (৭০)।

আহত বাদল বলেন, বাসার সামনে ‘রহমান স্টোর’ নামে একটি মুদি দোকানের কর্মচারী টুটুল প্রায়ই আমার ছেলের পথ আটকে মেয়ের প্রসঙ্গে বাজে কথা বলতো এবং মেয়েকেও উত্ত্যক্ত করতো। শনিবার আমার ছেলে প্রতিবাদ করায় বিকেলে টুটুলসহ ১০/১২ জন বাসায় ঢুকে ভাঙচুর চালায়। প্রতিবাদ করলে আমাদেরও মারধর করে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বাংলানিউজকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

রাজধানীর হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আলিমুজ্জামান বাংলানিউজকে জানান, উত্ত্যক্তের বিষয়টি পরিষ্কার না। তবে এ ঘটনায়  দু’জনকে আটক করা হয়েছে।

অভিযোগ পেলে মামলা নেওয়‍া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এজেডএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।