ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মেরামতের সময় যাত্রীবাহী লেগুনার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই জন অগ্নিদগ্ধ হয়েছেন।
 
শনিবার (৫ ডিসেম্বর) বিকেলে শহরের ঝুমুর এলাকায় একটি গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।

 
 
অগ্নিদগ্ধ ব্যক্তিরা হলেন- গ্যারেজ মালিক বেলায়েত হোসেন ইমন (২৮) ও মিস্ত্রি কামাল হোসেন (২৫)। তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ভূঁইয়া বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যায়। এতে ওই গ্যারেজের তেমন কোনো ক্ষতি হয়নি।
 
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।