ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ট্রাকচাপায় নিহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
সিলেটে ট্রাকচাপায় নিহত ৩

সিলেট: সিলেটে সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী রেস্টুরেন্টে ঢুকে পড়া ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা গেছেন তিনজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।



শনিবার (০৫ ডিসেম্বর) রাত পৌনে ১১টায় সিলেট-তামাবিল সড়কের পীরেরবাজারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রফিক মিয়া ৩৫, বাবুল ওরফে মদন (৩০) এবং অজ্ঞাত একজন।

হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তামাবিল হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ট্রাকটি একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর পাশ্ববর্তী একটি খোলা রেস্টুরেন্টে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

গুরুতর আহত তিনজনসহ আরও অনেককে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫/আপডেট: ১২৪২ ঘণ্টা
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।