ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাট মুক্ত দিবস ৬ ডিসেম্বর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
লালমনিরহাট মুক্ত দিবস ৬ ডিসেম্বর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: ১৯৭১ সালের ৬ ডিসেম্বর সুর্যোদয়ের সঙ্গে সঙ্গে বাংলার বীর সেনানী মুক্তিযোদ্ধারা পাক হানাদারদের বিতাড়িত করে বিজয়ের পতাকা উড়িয়েছিলেন সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে।

সেই থেকে প্রতি বছর লালমনিরহাটবাসী যথাযোগ্য মর্যাদায় দিনটিকে লালমনিরহাট মুক্ত দিবস হিসেবে পালন করে আসছেন।



রোববার লালমনিরহাট মুক্ত দিবস পালনের লক্ষে জেলা প্রশাসন, রেলওয়ে প্রশাসন ও মুক্তিযোদ্ধারা র‌্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে।

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে শহরকে সুন্দর করে সাজানো হয়েছে। মুক্ত দিবসের আয়োজন উপলক্ষে লালমনিরহাট পরিণত হয়েছে তোরণের নগরীতে।

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।