ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মানসিক প্রতিবন্ধীর কাছে টাকার বস্তা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
মানসিক প্রতিবন্ধীর কাছে টাকার বস্তা! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): টাকা দিয়ে কী করা যায় তা হয়তো জানেন না। তবু এক টাকা, দুই টাকা, পাঁচ টাকা, দশ টাকা করে এক ছালার বস্তা অর্থ জমিয়েছেন মোহাম্মদ নামে এক মানসিক প্রতিবন্ধী।

বয়স প্রায় পঞ্চাশ বছর।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) গভীর রাতে ওই টাকার বস্তা নিয়ে ঢাকার সাভারের শ্যামলী ত্রিনয়নী সিএনজি পাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তদের কবলে পড়েন তিনি। তবে, টহলরত পুলিশ দুর্বৃত্তদের কবল থেকে তাকে উদ্ধার করে। এখন তাকে ওই সিএনজি পাম্পেই রাখা হয়েছে।

শ্যামলী ত্রিনয়নী সিএনজি পাম্পের ম্যানেজার মহাদেব সরকার বাংলানিউজকে জানান, গভীর রাতে পাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় কিছু দুর্বৃত্তের কবলে পড়েন মানসিক প্রতিবন্ধী লোকটি। সে সময় টহলরত সাভার মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) শাহিন আলম তাকে উদ্ধার করে সিএনজি পাম্পে দেখভালের জন্য রেখে যান।

মহাদেব সরকার জানান, পুলিশ রেখে গেলে মোহাম্মদের সঙ্গে থাকা বস্তা ঘেঁটে দেখা যায়, সেখানে বিপুল পরিমাণ টাকা। এ টাকা গুণতে প্রায় ৩ ঘণ্টা লেগে যায় ২-৩ জনের। পরে স্থানীয়রা ঠিকানা জিজ্ঞেস করলে পুরোপুরি না বলতে পারলেও নিজের নাম মোহাম্মদ আর জেলা বিক্রমপুর বলে জানান তিনি।

মহাদেব আরও জানান, বড় বড় চুল, গলায় ময়লার মালা আর খালি পায়ে ঘুরে বেড়ানো এই মানসিক প্রতিবন্ধী কাগজের সঙ্গে টাকা রাখায় তা এক বস্তা হয়ে গেছে। মোহাম্মদের তেমন কিছুই চাহিদা নেই বলে দেখা যাচ্ছে। কিছু খেতে দিলেও আগ্রহ দেখা যাচ্ছে না। খাবার দিলে তা পাশেই রেখে দিচ্ছেন। তবে মাঝে মধ্যে ধূমপান করছেন।

সিএনজি পাম্পের ম্যানেজার বলেন, মেঘ-বৃষ্টি-রোদে বস্তার মধ্যে টাকাগুলো থাকায় এবং ব্যবহার না হওয়ার কারণে ইতোমধ্যে প্রায় তিন ভাগের এক ভাগ টাকাই নষ্ট হয়ে গেছে। এরমধ্যে ভেজা টাকার পরিমাণ প্রায় পাঁচ কেজি।

সঠিক ঠিকানা না বলতে পারায় তার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। তবে প্রশাসন ও পাম্পের লোকদের সহায়তায় মোহাম্মদকে তার ঠিকানায় পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে বলে জানান মহাদেব সরকার।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫/আপডেট ১৬০৮ ঘণ্টা
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।