ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ফেনসিডিলসহ দম্পতি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
গাজীপুরে ফেনসিডিলসহ দম্পতি আটক ফাইল ফটো

গাজীপুর: গাজীপুরে ২শ বোতল ফেনসিডিলসহ বৃহস্পতিবার এক দম্পতিকে আটক করেছে পুলিশ।

(১০ ডিসেম্বর) বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের ছয়দানা এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটকরা হলেন লালমনিরহাটের আদিতমারী উপজলের বিরানী গ্রামের নূর মোহাম্মদের ছেলে আবুল হোসেন ওরফে আমির (৩৫) ও তার স্ত্রী শাহিনা আক্তার (২৮)। তারা গাজীপুর সিটি করপোরেশনের ছয়দানা এলাকার হাজী মাইন উদ্দিনের বাড়িতে ভাড়া থাকেন।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাদেকুজ্জামান জানান, বিকেল পৌনে ৪টার দিকে আবুল হোসেনের ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। এসময় আটকদের রুমে তল্লাশি চালিয়ে একটি বস্তা ও একটি স্কুল ব্যাগ থেকে ২শ বোতল ফেনসিডিল উদ্ধার ও ওই দম্পতিকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।