ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
রাজবাড়ীতে প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মতবিনিময় ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, ভারতে গত ২৫ বছরে ৯৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত কোনো হত্যার বিচার হয়নি।

আমাদের দেশে যেন এমনটি না হয় সে ব্যবস্থা এখনিই করা প্রয়োজন।

বৃহস্পতিবার(১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজবাড়ীতে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সার্কিট হাউজ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।

স্বাগত বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার সংবাদপত্র, টেলিভিশন, সংবাদ সংস্থা এবং সাংবাদিকদের জন্য অনুসরনীয় আচরণ বিধি ১৯৯৩ (২০০২ সাল সংশোধিত) তুলে ধরেন।

সেখানে আরও বক্তব্য রাখেন- রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট খান মো. জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, জেলা টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুল কুদ্দুস, দৈনিক জনতার আদালতের সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক, অনলাইন রাজবাড়ী বার্তা. কমের সম্পাদক মো. জাহাঙ্গির হোসেন ও সাংবাদিক কাজী তানভীর প্রমুখ। সভায় ৪০ সাংবাদিক অংশগ্রহন করেন।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।