ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় ‘বেগম রোকেয়াকে জানো’ শীর্ষক আলোচনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
সাতক্ষীরায় ‘বেগম রোকেয়াকে জানো’ শীর্ষক আলোচনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরায় শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘বেগম রোকেয়াকে জানো’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১০ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা শহরের সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেগম রোকেয়া দিবস ২০১৫ উপলক্ষে গবেষণা প্রতিষ্ঠান বারসিকের জেন্ডার ও উন্নয়ন সেল এ সভার আয়োজন করে।



সভায় দীপালোক একাডেমির পরিচালক সাংস্কৃতিক ব্যক্তিত্ব বরুণ ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চায়না ব্যানার্জী।

সেখানে আরও বক্তব্য রাখেন- সহকারী শিক্ষক সুপর্না দাশ, মর্জিনা খাতুন, ফাতেমাতুয জোহরা, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য সাইদুর রহমান. মো. আব্দুল্লাহ প্রমুখ।
 
সভায় বক্তারা শিশু শিক্ষার্থীদের বেগম রোকেয়ার জীবনাদর্শ নিয়ে গল্প শোনান।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।