ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জের শ্যামপুর সুগার মিলে আখ মাড়াই শুরু

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
বদরগঞ্জের শ্যামপুর সুগার মিলে আখ মাড়াই শুরু

রংপুর(বদরগঞ্জ): রংপুরের বদরগঞ্জের শ্যামপুর সুগার মিলে ২০১৫-১৬ অর্থবছরে আখ মাড়াই শুরু হয়েছে।  

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ) সন্ধ্যায় শ্যামপুর সুগার মিলে আখ মাড়াইয়ের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন।



এ সময় উপস্থিত ছিলেন- পরিচালক উৎপাদন ও প্রকৌশল শিবেন্দ্রনাথ সরকার, প্রধান প্রকৌশলী মাহাবুবুর রহমান, শ্যামপুর সুগার মিলের এম ডি আ. আউয়াল, জিএম (কৃষি) সায়েদুর রহমান, জিএম (প্রশাসন) ফরিদ আহম্মেদ, মুক্তিযোদ্ধা আলহাজ মজিবর রহমান মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আবদুর রশিদ, গোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলতাফ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আবদুস ছাত্তার, সাবেক ইউপি চেয়ারম্যান আজিজার রহমান, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মোতালেব, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বিদ্যুৎ, ট্রেড ইউনিয়নের সভাপতি মতিউল আলম দুলাল ও সাধারণ সম্পাদক মমতাজুল আলম মোস্তফা প্রমুখ।
  
বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।