ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
পাথরঘাটায় দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটা উপজেলায় হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল থেকে পাথরঘাটা চৌধুরী মাসুম টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে এ চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।

 

স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা সংগ্রামের উদ্যোগে পিকেএসএফ ও সমৃদ্ধি প্রকল্পের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়।

এখানে চিকিৎসকদের মধ্যে রয়েছেন, রাজধানীর হার্ট ফাউন্ডেশনের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. নাজির আহম্মেদ, আল-রাজী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, চর্ম ও যৌন বিশেষজ্ঞ ডা. দিদারুল আহসান, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. সালমা চৌধুরী, গ্রিন লাইফ মেডিকেল কলেজের মেডিসিন বিশেষজ্ঞ ডা. শারমিন আহম্মেদ ও নাক, কান, গলা বিশেষজ্ঞ ডা. নাজমুল আহসান।

সমৃদ্ধি প্রকল্পের সমন্বয়কারী মো. মিজানুর রহমান মানিক বাংলানিউজকে জানান, এখানে প্রায় সাড়ে ৭শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হবে।

তৃণমূল পর্যায়ের হতদরিদ্ররা, যারা ঢাকাসহ ভালো হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারেন না তাদের জন্য এ আয়োজন বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।