ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ঝড়-ঝাপ্টা পেরিয়ে আমরা পদ্মাসেতু নির্মাণ শুরু করেছি

মাহমুদ মেনন ও মহিউদ্দিন মাহমুদ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
ঝড়-ঝাপ্টা পেরিয়ে আমরা পদ্মাসেতু নির্মাণ শুরু করেছি

পদ্মাপাড় (মাওয়া) থেকে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শত বাধার মুখেও বাংলাদেশ প্রমাণ করেছে, তারা পারে। অনেক ঝড়-ঝাপ্টা-চড়াই-উৎরাই পেরিয়ে আমরা পদ্মাসেতু নির্মাণ কাজ শুরু করেছি।



শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মাপাড়ে পদ্মাসেতুর নির্মাণ কাজের উদ্বোধন মঞ্চে সংক্ষিপ্ত বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। দুপুর ১২টা ৫৭ মিনিটে আনুষ্ঠানিকভাবে পাইলিংয়ের মাধ্যমে পদ্মাসেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে শুরু হয়ে যায় বহুল প্রতীক্ষিত পদ্মা বহুমুখী সেতু নির্মাণের মূল কর্মযজ্ঞ।

প্রধানমন্ত্রী বলেন, অনেক বাধার পর আমরা পদ্মাসেতু নির্মাণ কাজ শুরু করেছি। এখন এ কাজ যেন নির্ধারিত সময়ে শেষ করতে পারি সেজন্য সবার দোয়া ও সহযোগিতা চাই।

শত বাধার মুখেও বাংলাদেশ প্রমাণ করেছে, তারা পারে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ভিক্ষা চেয়ে নয়, হাত পেতে নয়, বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু তৈরি করছে। বাংলাদেশ পারবে। আমি বিশ্বাস করি। লাখো শহীদ রক্ত দিয়ে এ দেশ স্বাধীন করেছে। এখন এ স্বাধীন দেশের মানুষই পদ্মাসেতু নির্মাণ করবে।

বাংলাদেশের অগযাত্রা অব্যাহত থাকবে জানিয়ে প্রধানমন্ত্রী পদ্মাসেতু সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। একইসঙ্গে পদ্মাসেতুর জন্য ভিটে-মাটি ত্যাগ করা এলাকার স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

এর আগে, নদীর অপর তীরে শরীয়তপুরের জাজিরার নাওডোবায় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের অপর গুরুত্বপূর্ণ অংশ নদী শাসনের কাজের অানুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে সুধী সমাবেশেও বক্তব্য রাখেন তিনি।

বিকেলে প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জের লৌহজংয়ের উত্তর মেদেনীমণ্ডলে আয়োজিত জনসভায় বক্তৃতা করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতোমধ্যেই জনসভাস্থলে সমবেত হয়েছেন হাজার হাজার মানুষ।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এমএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।