ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

আর একটি অনন্য নজির স্থাপন শেখ হাসিনার

মাহমুদ মেনন, হেড অব নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
আর একটি অনন্য নজির স্থাপন শেখ হাসিনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মাওয়া থেকে: হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানালেন, হেলিকপ্টার নয়, সড়কপথেই ঢাকা ফিরতে চান।

সঙ্গে সঙ্গে প্রস্তুত হয় গাড়ি বহর। প্রধানমন্ত্রী ঢাকা রওয়ানা হলেন সড়কপথে।

পথে অতিক্রম করতে হয় ধলেশ্বরী নদীর ‍ব্রিজ ও যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভার। এই দুই টোলপ্লাজায়ই গাড়ি দাঁড় করান তিনি। এসময় নিজের গাড়িসহ বহরের সবগুলো গাড়ির টোল পরিশোধ করতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

নির্দেশ পেয়ে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল জয়নুল আবেদীন ধলেশ্বরীর টোলপ্লাজার পর শুধু মেয়র হানিফ ফ্লাইওভারের টোলপ্লাজায় সবগুলো গাড়ির টোল মোট তিন হাজার টাকা পরিশোধ করেন।
PM_padma_bridge_01
দেশের সাধারণ নাগরিকের মতোই প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কোষাগারে যথাযথভাবে টোল পরিশোধ করে ব্রিজ ও ফ্লাইওভার পার হলেন। এর মধ্যদিয়ে আরও একটি অনন্য নজির স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেয়র হানিফ ফ্লাইওভার উদ্বোধনের পর প্রথম যেদিন এর উপর দিয়ে যান সেদিনও টোল দিয়েছিলেন তিনি।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বাংলানিউজকে বিষয়টি জানান।

শনিবার (১২ ডিসেম্বর) পদ্মাসেতুর মূল কাজের উদ্বোধন শেষে মুন্সীগঞ্জের মাওয়া থেকে ঢাকা ফিরছিলেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এমএমকে/এএ

** আমরা বীরের জাতি, কথা রেখেছি
** বিএনপি পদ্মাসেতু নির্মাণ বন্ধ করেছিল
** শেখ হাসিনা প্রমাণ করেছেন আমরাও পারি
** শত বাধার মুখেও বাংলাদেশ প্রমাণ করেছে তারা পারে
** নিজেদের টাকায় পদ্মাসেতু নির্মাণ শুরু করেছি
** প্রাণের উচ্ছ্বাস মাওয়ায়, সভামঞ্চে প্রধানমন্ত্রী
** স্বপ্নের পদ্মাসেতুর নির্মাণযজ্ঞ শুরু
** প্রাণের উচ্ছ্বাস পদ্মাপাড়ের মাওয়ায়
** শুরু হলো পদ্মাসেতু নির্মাণের কর্মযজ্ঞ
** গোটা দুনিয়ায় বাংলাদেশ তার সামর্থ্য জানান দিচ্ছে
** পদ্মাসেতু নির্মাণে সবার সহযোগিতা কাম্য

** এ যেন বিজয়ের পর আরেকটি বিজয়

** পদ্মাসেতুর নদীশাসন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
** দেশের নয়, আঞ্চলিক উন্নয়নও হবে
** মঞ্চের চারদিকে নিরাপত্তা বেষ্টনী
** কোনো কারণ ছাড়াই তারা দুর্নীতির অভিযোগ আনে
** পদ্মাসেতুর নদীশাসন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
** জাজিরায় সুধী সমাবেশ চলছে

** ঝড়-ঝাপ্টা পেরিয়ে আমরা পদ্মাসেতু নির্মাণ শুরু করেছি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।