ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

সাদুল্যাপুরে চাকায় ওড়না পেঁচিয়ে গিয়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
সাদুল্যাপুরে চাকায় ওড়না পেঁচিয়ে গিয়ে নারীর মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুরে অটোবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে আসমা খাতুন (২০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) দিনগত রাতে ঘোড়াঘাট-আমবাগান সড়কে উপজেলার খামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



আসমা সিলেটের জয়েন্তপুর উপজেলার বামনহাওড় গ্রামের ইমাম হোসেনের মেয়ে। উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নয়াপাড়া গ্রামে দুলাভাইয়ের বাড়িতে থাকতেন তিনি।    

এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আসমাকে স্থানীয় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ধাপেরহাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।