ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

আইনজীবী মনজিল মোরসেদকে হত্যার হুমকি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
আইনজীবী মনজিল মোরসেদকে হত্যার হুমকি মনজিল মোরসেদ

ঢাকা: হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদকে হত্যার হুমকি দিয়েছে জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলা টিম।

রোববার (১৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকার বাসভবনে এক চিঠি পাঠিয়ে এ হুমকি দেওয়া হয়।



চিঠি পাওয়ার পর নিউমার্কেট থানায় জিডি করেছেন মনজিল মোরসেদ। এ ঘটনায় এইচআরপিবি’র পক্ষ থেকে উদ্বেগ ও নিন্দা প্রকাশ করা হয়েছে।

এইচআরপিবি’র নেতারা এক বিবৃতিতে বলেন, কোনো বিশেষ দল বা গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত না থেকে আইনজীবী মনজিল মোরসেদ যখন বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করছেন, ঠিক তখনই তাকে আনসারউল্লাহ বাংলা টিম হত্যার হুমকি দিয়েছে। যা সম্পূর্ণ অমানবিক ও উৎকণ্ঠার বিষয়।

অবিলম্বে হুমকিদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আহ্বান তারা।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
ইএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।