ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

জাকারিয়া হত্যাকারীদের বিচার দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
জাকারিয়া হত্যাকারীদের বিচার দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন

চুয়াডাঙ্গা: বাউল জাকারিয়ার হত্যাকারীদের বিচার দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও সমাবেশ করেছেন বাউল ভক্তরা।

রোববার (১৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে শহরের শহীদ হাসান চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।



এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা বাউল কল্যাণ সংস্থার সভাপতি ফকির মহিউদ্দীন শাহ, সাধারণ সম্পাদক জুড়োন শাহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রইচ শাহ, বাউল ভক্ত মুনতাজ শাহ ও একদিল শাহ।

বক্তারা অভিযোগ করেন, বাউল জাকারিয়া ফকির হত্যাকাণ্ডের ২৪ঘণ্টা অতিবাহিত হলে গেলেও পুলিশ হত্যাকারীদের গ্রেফতারে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।
 
সমাবেশ থেকে বাউল ও সাধু সম্প্রদায়ের লোকজনের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানানো হয়। মানববন্ধন শেষে বাউল ভক্তরা মৌন মিছিলের পর জেলা প্রশাসক ও পুলিশ সুপার (এসপি) বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।

এর আগে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামে দুর্বৃত্তদের হাতে নৃংশসভাবে খুন হন ফকির জাকারিয়া বাউল।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।