ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

ঢাবি শিক্ষক সমিতিতে সরকার সমর্থকদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
ঢাবি শিক্ষক সমিতিতে সরকার সমর্থকদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সরকার সমর্থক শিক্ষকদের সংগঠন নীল দল।
 
সমিতির কার্যকরী পরিষদের ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪টি পদেই জয়ী হয়েছেন নীল দলের প্রার্থী।

একটিমাত্র পদে জয়ী হয়েছেন বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের প্রার্থী।

অন্যদিকে নীল দল থেকে বেরিয়ে আলাদা প্যানেল দিলেও কোনো প্রার্থীকেই জয়ী করতে পারেননি গ্রগতিশীল শিক্ষকদের গোলাপী প্যানেল।
 
রোববার (১৩ ডিসেম্বর) বিকেল পাঁচটায় এ ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক শরিফ উল্লাহ ভূইয়া।

এর আগে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ভোট পরে এক হাজার ৪৬৭টি।

নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং অধ্যাপক এএসএম মাকসুদ কামাল।
 
এছাড়া সহ সভাপতি নির্বাচিত হয়েছেন উদ্ভিদ বিজ্ঞানের অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, কোষাধ্যক্ষ বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইতুল ইসলাম এবং যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নীলিমা আকতার।
 
কার্যকরী সদস্য পদে ভোটের ক্রমানুসারে বিজয়ীরা হলেন- রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ, টিভি ও ফিল্ম স্টাডিজের চেয়ারম্যান অধ্যাপক শফিউল আলম ভুঁইয়া, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, ক্রিমিনোলজির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান, আন্তর্জাতিক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. লুৎফর রহমান, অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান, মুহসীন হলের প্রভোস্ট ড. মো. নিজামুল হক ভুঁইয়া, কবি জসীম উদদীন হলের প্রভোস্ট ড. মো. রহমত উল্লাহ, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার এবং সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক মিসেস লাফিফা জামাল।
 
বিজয়ী সদস্যদের মধ্যে একমাত্র লুৎফর রহমানই সাদা দলের। বাকি সবাই নীল দলের। গত বছর অবশ্য ১৫টি পদেই জয়ী হয়েছিল নীল দলের প্রার্থীরা।
 
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫/আপডেট: ১৮৫১ ঘণ্টা
এসএ/ ওএইচ/ জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।