ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন

মাদ্রাসায় আ.লীগ প্রার্থীর ভূরিভোজের আয়োজন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
মাদ্রাসায় আ.লীগ প্রার্থীর ভূরিভোজের আয়োজন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: এলাকার বিভিন্ন মসজিদ-মাদ্রাসার ইমাম ও শিক্ষকদের নিয়ে আলোচনা সভা ও ভূরিভোজ আয়োজনের অভিযোগ উঠেছে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রমজান আলীর বিরুদ্ধে।

রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় আলোচনা সভার আয়োজন করেন তিনি।

এছাড়া ‍আগতদের জন্য সেখানেই ভূরিভোজের আয়োজন করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, সকাল ১০টা থেকে মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার কয়েকটি শ্রেণীর পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু সরকারি দলের মেয়র প্রার্থী রমজান আলীর নির্বাচনী মতবিনিময় সভার কারণে পরীক্ষার সময় এগিয়ে সকাল ৮টায় করা হয়। পরে দুপুরে  পরীক্ষা শেষে সভা অনুষ্ঠিত হয়। এরপর আগতদের ভূরিভোজ করানো হয়।

মেয়র প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনের রির্টানিং কর্মকর্তা গাজী মো. আসাদুজ্জামান কবির বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট পাঠানো হয়েছিল। কিন্তু সে সময়  ওই প্রার্থী ও তার পক্ষের কাউকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।