ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ফেনসিডিলসহ আটক ২

স্টাফ করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
রাজধানীতে ফেনসিডিলসহ আটক ২ ফাইল ফটো

ঢাকা: রাজধানীর আনন্দ বাজার এলাকা থেকে ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় ঢাকা মেট্রাপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য জানান।



আটক ব্যক্তিরা হলেন মো. আব্দুল গনি (২৮) ও মো. ইসমাইল (২৭)।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, প্রায় ৪/৫ বছর যাবৎ তারা সাতক্ষীরা জেলার কলারোয়া এলাকা থেকে ফেনসিডিল কিনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৩ ডিসেম্বর) রাত ৯টায় রাজধানীর আনন্দ বাজারের সিকদার গ্লাস হাউজের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের জিপ (ঢাকা মেট্রো ঘ ০২-১৩৮২) তল্লাশি করে ১ হাজার ৭শ’ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১)এর ৩(খ)/২৫ ধারায় তাদের নামে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, জানান তিনি।

গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (পশ্চিম) উপ-কমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমানের নির্দেশনায় অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আশিকুর রহমানের তত্ত্বাবধায়নে সহকারী কমিশনার লুবনা মোস্তফা এ অভিযান পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এসজেএ/ওএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।