ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

ট্রেনের সামনে ঝাপ দিয়ে মেয়েসহ মায়ের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
ট্রেনের সামনে ঝাপ দিয়ে মেয়েসহ মায়ের আত্মহত্যা

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু রেলস্টেশন এলাকায় উদয়ন ট্রেনের সামনে ঝাপ দিয়ে মেয়েসহ আত্মহত্যা করেছেন মা জাহানারা বেগম।

সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে মনু রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



জাহানারা বেগম কুলাউড়া উপজেলার কটরকোনা গ্রামের মছদ্দর আলীর স্ত্রী।

স্থানীয়রা বাংলানিউজকে জানান, পারিবারিক কলহের জের ধরে জাহানারা তার মেয়ে ইমাকে নিয়ে ভোরে ঢাকা থেকে সিলেটগামী উদয়ন ট্রেনের সামনে ঝাপ দেন। এতে ঘটনাস্থলেই জাহানারার মৃত্যু হয়।

এ সময় ইমাকে গুরুতর আহত অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইফতিয়ার আহমদ চৌধুরী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।