ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

‘জেলা শিক্ষক নিয়োগ কমিটির সিদ্ধান্ত কেন অবৈধ নয়’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
‘জেলা শিক্ষক নিয়োগ কমিটির সিদ্ধান্ত কেন অবৈধ নয়’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে পরিচালনা কমিটির পরিবর্তে জেলা শিক্ষক নিয়োগ কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি ফরিদ আহমদ শিবলীর হাইকোর্ট বেঞ্চ সোমবার (১৪ ডিসেম্বর) এ রুল জারি করেন।


 
আদালতে আবেদনের পক্ষে আইনজীবী নুরুল ইসলাম নিজেই শুনানি করেন।
 
তিনি জানান, এ বিষয়ে ২১ অক্টোবর একটি সার্কুলার জারি করা হয়।   যাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগে পরিচালনা কমিটির পরিবর্তে জেলা শিক্ষক নিয়োগ কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছে, যে কমিটির প্রধান হবেন ডিসি। কমিটিতে আরও থাকবেন ইউএনও, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।

এর আগে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি এ নিয়োগ দিতেন।

আগামী দুই সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ১৪,২০১৫
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।