ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে গামের্ন্ট কর্মীদের ব্যাংকিং সেবা শীর্ষক কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
গাজীপুরে গামের্ন্ট কর্মীদের ব্যাংকিং সেবা শীর্ষক কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুরে নারী গামের্ন্টস কর্মীদের ‘আর্থিক অর্ন্তভুক্তিতে ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ভূমিকা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় সুরমা ফুড অ্যান্ড রেস্তোরাঁয় বাংলাদেশ কেয়ার এমপাওয়ারিং উইমেন ফিনান্সিয়াল সার্ভিসেস এজেন্টস ইন বাংলাদেশ এর উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত হয়।



কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশের ঐক্য প্রকল্পের টিম লিডার মো. আবু তাহের।

এমপাওয়ারিং উইমেন ফিনান্সিয়াল সার্ভিসেস এজেন্টস প্রোগ্রাম ম্যানেজার খন্দকার সাবিহা সুলতানার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কোনাবাড়ী শাখার ইসলামী ব্যাংকের ম্যানেজার এবিএম ফজলুল কবির, ডাচ-বাংলা ব্যাংকের ম্যানেজার মো. বেলাল হোসেন, যমুনা ব্যাংকের সেলস এক্সিকিউটিভ মো. সোহেল রানাসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা।

কর্মশালায় নারী গার্মেন্ট কর্মীরা ব্যাংকিং সেবা নিয়ে তাদের সমস্যা তুলে ধরেন। এসময় ব্যাংক কর্মকর্তারা ব্যাংকিং সেবা সর্ম্পকে আলোচনা করেন।

বাংলাদেশ সময়: ১৪২৫ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।