ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সততা ও শুদ্ধতা চর্চার প্রশিক্ষণ নিলেন সংসদ কর্মকর্তারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
সততা ও শুদ্ধতা চর্চার প্রশিক্ষণ নিলেন সংসদ কর্মকর্তারা

ঢাকা: সততা ও শুদ্ধতা চর্চার প্রশিক্ষণ নিলেন জাতীয় সংসদের কর্মকর্তারা।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদের শপথ কক্ষে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।



সেমিনারের উদ্বোধন করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল।

সেমিনারে জাতীয় শুদ্ধাচার কৌশলের পটভূমি ও জাতীয় সংসদ সচিবালয়ের শুদ্ধাচার চর্চা বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।

এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের উপ সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা জাতীয় সংসদ সচিবালয়ের শুদ্ধাচার চর্চা বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন।

সেমিনারে বক্তারা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততা ও শুদ্ধতা চর্চার মাধ্যমে জনগণের সেবক হিসেবে রাষ্ট্রীয়, সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত দায়িত্ব স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পালন করার ওপর গুরুত্বারোপ করেন।   

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এসএম/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।