ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৩৬১ শহীদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালো জয়পুরহাটবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
৩৬১ শহীদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানালো জয়পুরহাটবাসী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট: জয়পুরহাট শহর থেকে মাত্র ৫ কিলোমিটার আগে সদর থানার বম্বু ইউনিয়নের কড়ই-কাদিপুর নামে ছোট দুটি গ্রামের অবস্থান। ১৯৭১ সালের ২৬ এপ্রিল সকাল ১০টার দিকে স্থানীয় রাজাকার, আলবদরদের সহায়তায় হানাদাররা প্রায় ৩৬১ জন মৃৎশীল্পিকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে।



এ সময় লুটপাটের পর তারা তাদের বাড়িঘর আগুনে জ্বালিয়ে দেয়। এসব শহীদদের স্মরণে এখানে নির্মাণ করা হয়েছে একটি শহীদ স্মৃতিসৌধ। যা মুক্তি পাগল মানুষদের আজও কাছে টানে।  

আর তাদের বিদেহী আত্মার শান্তি কামনায় মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে কড়ই-কাদিপুর বদ্ধভূমি স্মৃতিস্তম্ভে জয়পুরহাট জেলা প্রশাসনের উদ্যেগে পুস্পমাল্য অর্পণ করা হয়।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুর রহিম।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম, রবীন্দ্র সম্মিলন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি আমিনুল হক বাবুল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজা চৌধুরী, নন্দ কিশোর আগরওয়ালা প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীসহ জেলার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।