ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাকৃবিতে ফটোগ্রাফিক সোসাইটির যাত্রা শুরু

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
বাকৃবিতে ফটোগ্রাফিক সোসাইটির যাত্রা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাকৃবি: ফ্রেমে ফ্রেমে জীবনের গল্প- এ স্লোগানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) যাত্রা শুরু করছে ফটোগ্রাফিক সোসাইটি।

মহান বিজয় দিবসে ফটো ওয়ার্কের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে সংগঠনটি।



মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে নিজেদের আত্মপ্রকাশ করেছে বাকৃবি ফটোগ্রাফিক সোসাইটি।

২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণার মাধ্যমে নিজেদের পথচলা শুরু করছে সংগঠনটি।

বিজয় দিবসে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে বলে জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. খান মোহাম্মদ সাইফুল ইসলাম।

শিক্ষার্থীদের মধ্যে ফটোগ্রাফিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি, বিশ্ববিদ্যালয় সম্পর্কিত ফটো আর্কাইভ তৈরি, ছবি প্রদর্শনী ইত্যাদি সংগঠনের প্রধান উদ্দেশ্য বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক খালেদ মোহাম্মদ সাদ।

সংবাদ সম্মেলনে তারা বলেন, সম্পূর্ণ অরাজনৈতিক ও জ্ঞানচর্চামূলক হিসেবেই চলবে সংগঠনটির কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তারা সংগঠনটির সদস্য হতে পারবে।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।