ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কসবায় ৪০ কেজি গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
কসবায় ৪০ কেজি গাঁজাসহ আটক ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে ৪০ কেজি (এক মণ) গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলা সদরের টি আলী বাড়ির মোড় থেকে তাদের আটক করা হয়।



এরা হলেন- কবীর ইসলাম সুজন (৩৮) ও সমুন মিয়া (৩০)। তাদের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম এলাকায়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে টি আলী বাড়ির মোড় থেকে একটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাক থেকে দু’টি বস্তায় ৪০ কেজি গাঁজা পাওয়া যায়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।