ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁও চিনিকলের আখ মাড়াই শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
ঠাকুরগাঁও চিনিকলের আখ মাড়াই শুরু ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: দেড়শ কোটি টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে ঠাকুরগাঁও চিনিকলের এ মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন মাড়াই কার্যক্রমের উদ্বোধন করেন।



এ সময় দবিরুল ইসলাম এমপি, সেলিনা জাহান লিটা এমপি, জেলা পরিষদ প্রশাসক সাদেক কুরাইশী, ঠাকুরগাঁও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এনায়েতু হোসেন উপস্থিত ছিলেন।

এ বছর ৫৬দিন মিল চালু থেকে ৭৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৫ হাজার ২৫০ মেট্রিকটন চিনি উৎপাদন উৎপাদন করবে বলে জানায় মিল কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।