ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্কুলের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
নারায়ণগঞ্জে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্কুলের উদ্বোধন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের দেওভোগ মাদ্রাসা এলাকায় বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ নামে একটি স্কুলের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) দুপুরে স্কুলটির উদ্বোধন করেন স্থানীয় মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সোহেল।



উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আব্দুল হাই, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমেন শিকদার, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মরিয়ম আক্তার কল্পনা, কাশিপুর ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওসমান গনি ও ছাত্রলীগ নেতা ইমরান হোসেন।

এ সময় সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা শিক্ষার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।