ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাঘায় স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
বাঘায় স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যু

রাজশাহী: রাজশাহীর বাঘায় সুলতানা বীনা (২৭) নামে এক স্কুল শিক্ষিকার রহস্যজনক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেল ৫টায় এ ঘটনা ঘটে।


 
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, ঘটনাটি কিছুটা রহস্যজনক। এজন্য বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। কারণ, ঘটনার পর সুলতানার স্বামীই তাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে বাঘা স্বাস্থ্যকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
 
সুলতানা বীনা উপজেলার মিলিক বাঘা গ্রামের অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক আব্দুল হালিমের মেয়ে ও নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। মশিদপুর গ্রামের রবিউল ইসলাম পিন্টু তার স্বামী। পিন্টু একটি বেসরকারি ব্যাংকের সিনিয়র অফিসার।

পিন্টু জানান, পারিবারিক কলহের জের ধরে তার উপর অভিমান করে বীনা আত্মহত্যা করেছেন। ঘটনা টের পাওয়ার পর তাকে দ্রুত স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু তাকে বাঁচানো যায়নি।

ওসি আলী মাহমুদ জানান, পিন্টুর পরিবারের পক্ষ থেকে এ দাবি করা হলেও, বীনার পরিবারের দাবি- তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানিয়েছেন বীনার পিতা আব্দুল হালিম।

আপাতত বীনার মরদেহ স্বাস্থ্যকেন্দ্রে রাখা হয়েছে। পরিবারের পক্ষ অভিযোগ পেলে পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
এসএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।