ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টেকনাফে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
টেকনাফে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার ছবি: প্রতীকী

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে দেড় লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (১৮ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আলুগোলা প্রজেক্ট এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়।



টেকনাফের বিজিবি-৪২ এর অধিনায়ক আবু জার আল জাহিদ বংলানিউজকে জানান, রাতে একদল বিজিবি নাফ নদীর পাড়ে আলুগোলা প্রজেক্ট এলাকায় টহল দিচ্ছিলো। এ সময় কয়েকজন লোক তাদের দেখে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগটি উদ্ধার করে তা থেকে দেড় লাখ পিস ইয়াবা পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet