ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাভারে নারী পোশাক শ্রমিককে শ্বাসরোধে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
সাভারে নারী পোশাক শ্রমিককে শ্বাসরোধে হত্যা

সাভার (ঢাকা): সাভার পৌর এলাকায় শেফল বেগম (৩০) নামে এক নারী পোশাক শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে সাভার পৌরসভার বাড্ডা ভাটপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।



শেফল বেগম ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার শিংজালী গ্রামের হাসেম আলীর মেয়ে। তিনি বাড্ডা ভাটাপাড়া এলাকায় ফজল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন এবং সিআরপি এলাকায় ডানা বটনস পোশাক কারখানায় কাজ করতেন।

নিহত শেফলের মা সোলেমা বেগম বাংলানিউজকে জানান, রাতে কাজ শেষে বাসায় ফিরে মেয়ে নাসরিনকে নিয়ে নিজের রুমে ঘুমাতে যান শেফল। এরপর রাতের যেকোনো সময় দুর্বৃওরা ঘরে ঢুকে হাত-পা বেঁধে তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে মেয়ের ঘরে গিয়ে মেঝেতে মৃতদেহ পড়ে থাকতে দেখেন তিনি।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম. কামরুজ্জামান জানান, খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।