ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
কালিয়াকৈরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক চাপায় রানা আহমেদ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (১৯ ডিসেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহসড়কে এ দুর্ঘটনা ঘটে।



রানা কুষ্টিয়ার দৌলতপুর থানার আব্দুলপুর গ্রামের আসানুল হকের ছেলে। তিনি কালিয়াকৈর বাইপাস এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন এবং স্থানীয় নিটিল প্লাস কারখানার কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার হিসেবে চাকরি করতেন।

সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বাংলানিউজকে জানান, সকালে রানা তার সহকর্মীকে নিয়ে মোটরসাইকেলযোগে কালিয়াকৈর বাইপাস এলাকায় তার কারখানায় রওনা হন। সকাল সোয়া ৮টার দিকে চন্দ্রা এলাকায় পৌঁছালে গাজীপুরগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রানার মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা মৃতদেহ উদ্ধার করেছে। ট্রাকটি আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।