ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় পিকআপ ভ্যানের ধাক্কায় ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
সাতক্ষীরায় পিকআপ ভ্যানের ধাক্কায় ভ্যানচালক নিহত ছবি: প্রতীকী

সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার রামচন্দ্রপুর মোড়ে পিকআপ ভ্যানের ধাক্কায় মোমরেস হোসেন (৪২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।  
 
শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।



নিহত ভ্যানচালক জেলার আশাশুনি উপজেলার কদমদহা গ্রামের শহর আলীর ছেলে।

দুর্ঘটনার পর পর পিকআপ ভ্যানের হেলপার কুমারেশ মণ্ডলকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। তিনি যশোর জেলার বাঘারপাড়া উপজেলার খোরদা গ্রামের নিমাই চন্দ্রের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক শেখ জানান, সকালে ঘন কুয়াশার মধ্যে ভ্যান নিয়ে সাতক্ষীরা শহরে আসছিলেন মোমরেস। পথে রামচন্দ্রপুর মোড়ে মাছ বোঝাই একটি পিকআপ ভ্যান পেছন দিক থেকে ভ্যানটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

তিনি আরো জানান, দুর্ঘটনার পর পিকআপ ভ্যান ফেলে চালক পালিয়ে গেলেও হেলাপারকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।