ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধুনটে ৩ মাদক ব্যবসায়ী কারাগারে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
ধুনটে ৩ মাদক ব্যবসায়ী কারাগারে

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে তাদের বগুড়া কারাগারে পাঠানো হয়।



তারা হলেন-ধুনট উপজেলার চালাপাড়ার শাহজাহান আলীর ছেলে আলমগীর হোসেন (২৮), শুকুর আলীর ছেলে টুটুল শেখ (২০) ও বিশ্বহরিগাছা গ্রামের নবীর উদ্দিনের ছেলে বাবুল খান (২৫)। এর আগে শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে চালাপাড়া-পেচিবাড়ি রাস্তার বিলকাজুলী ব্রিজের ওপর থেকে তাদের আটক করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, আলমগীর হোসেন এলাকার পাইকারি মাদক ব্যবসায়ী। শুক্রবার রাতে চালাপাড়া-পেচিবাড়ি রাস্তার বিলকাজুলী ব্রিজের ওপর খুচরা মাদক ব্যবসায়ী টুটুল ও বাবুল খানের কাছে ইয়াবা বিক্রি করছিলেন তিনি। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

তিনি আরো জানান, পরে ধুনট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।