ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ নারীর ঢামেকে মৃত্যু

সিনিয়ন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
খুলনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ নারীর ঢামেকে মৃত্যু

ঢাকা: খুলনা জেলার বয়রা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আনোয়ারা বেগম (৩৫) নামে এক নারী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (১৯ ডিসেম্বর) ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়।




নিহত নারীর ছোট বোন মনোয়ারা বেগম বাংলানিউজকে জানান, গত শনিবার (১২ ডিসেম্বর) সকালে বয়রার নিজ বাসায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন আনোয়ার বেগম (৩৫), তার স্বামী পুলিশ কনস্টেবল আতিয়ার রহমান (৪০), তাদের সন্তান অনিক (১২) ও আতিয়ারের ভাগ্নে তামিম (১২)।

এদের মধ্যে আনোয়ারার আজ (শনিবার) সকালে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। দগ্ধ বাকি তিনজন ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হোসেন এ ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এজেডএস/ওএইচ/আরএম




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।