ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কবরস্থান থেকে উদ্ধার অরণ্য পেলো ঘর-মায়ের কোল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
কবরস্থান থেকে উদ্ধার অরণ্য পেলো ঘর-মায়ের কোল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার  গোপালপুর গ্রামের কবরস্থানের পাশ থেকে উদ্ধার হওয়া নবজাতক এখন সুস্থ রয়েছে।

বর্তমানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে শিশুটিকে।



এদিকে, শিশুটির দেখভাল করছেন গোপালপুর গ্রামের বসির আহম্মেদের স্ত্রী আমেনা খাতুন। শিশুটিকে পাওয়ার পর থেকে তাকে যত্নে আগলে রাখছে আমেনার পরিবার। শিশুটির নাম রাখা হয়েছে অরণ্য।

আমেনা খাতুন বাংলানিউজকে জানান, তার দুই মেয়ে রয়েছে। তাই অরণ্যকে নিজের ছেলের মতো করে বড় করে তুলবেন তিনি।
 
তিনি আরো জানান, শুক্রবার (১৮ ডিসেম্বর) সকালে বাড়ির পাশের কবরস্থানে কান্না শুনে পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে দেখতে শিশুটিকে পড়ে থাকতে দেখেন তারা। পরে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেরি জাহান বাংলানিউজকে জানান, শিশুটির ঠান্ডাজনিত সমস্যা রয়েছে। তার চিকিৎসা চলছে এবং সে সুস্থ আছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, শিশুটি বসির আহম্মেদের জিম্মায় রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।