ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভারতীয় সহকারী হাই কমিশনারকে চাঁপাইনবাবগঞ্জে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
ভারতীয় সহকারী হাই কমিশনারকে চাঁপাইনবাবগঞ্জে সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় বিদায়ী সহকারী হাই কমিশনার মি. সন্দিপ মিত্রকে চাঁপাইনবাবগঞ্জে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার(১৯ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।



চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে চেম্বার মিলনায়তনের সংবর্ধনায় উপস্থিত ছিলেন মিসেস সিমা মিত্র, ভারতীয় বিদায়ী সহকারী হাই কমিশনার রাজশাহী দ্বিতীয় সচিব এস.কে শর্মা, ভারতের পশ্চিমবঙ্গের মালদা মার্চেন্ট অব কমার্সের সাধারণ সম্পাদক শ্রী উজ্জ্বল সাহা, অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাছিন, এনএসআই’র উপ-পরিচালক মো. শামশুজ্জোহা, আমদানি-রফতানি গ্রুপের সভাপতি কবিরুর রহমান খান প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী সহকারী হাই কমিশনার(রাজশাহী) মি. সন্দিপ মিত্র’র সহযোগিতায় সোনামসজিদ স্থলবন্দর, রহনপুর রেলবন্দর ও চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী এলাকার মানুষ এবং ব্যবসায়ীদের ভিসাসহ ব্যবসা ক্ষেত্রে বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন বক্তারা। তাঁর সহায়তায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যবসা ক্ষেত্রে উন্নয়নের বিষয়ও তুলে ধরেন তারা।

অন্যদিকে বিদায়ী সহকারী হাই কমিশনার চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ভারতীয় সহকারী হাই কমিশনার মি. সন্দিপ মিত্রকে বিভিন্ন ক্রেস্ট ও উপহার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।