ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভারতীয় নাগরিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভারতীয় নাগরিকের মৃত্যু ছবি: প্রতীকী

রাজশাহী: চাঁপাইনবাবগঞ্জে ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় লাল মিয়া (৬০) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি ভারতের মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার রনজিৎপুর গ্রামের মৃত সাজ্জাদ হোসেনের ছেলে।



শনিবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত লাল মিয়ার ভাই আমিরুল ইসলাম জানান, তিনি রাজশাহীর পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর এলাকায় থাকেন। তার ভাই লাল মিয়া ভারতে থাকেন।

কিছুদিন আগে তিনি বাংলাদেশে তার কাছে বেড়াতে আসেন। শনিবার দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে শিবগঞ্জের রসূলপুর এলাকায় অটোরিকশা উল্টে গেলে লাল মিয়া মাথায় গুরুতর আঘাত পান। প্রথমে তাকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে অবস্থার অবনতি হলে তাকে সন্ধ্যায় রামেক হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে রামেক হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

আমিরুল ইসলাম আরো বলেন, তাদের ৫ ভাইয়ের মধ্যে দুই ভাই বাংলাদেশে থাকেন ও তিন ভাই ভারতে থাকেন। তারা ভারতীয় নাগরিক। মাঝে মাঝে এখানে বেড়াতে আসেন।

মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, লাল মিয়া ভারত থেকে বাংলাদেশে বৈধভাবে আসেন। তাই আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার মরদেহ হস্তান্তর করা হবে। রামেক হাসপাতালে মৃত্যু হওয়ায় এ ব্যাপারে রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলে জানান ওসি।    

বাংলাদেশ সময়: ২২২১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।