ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে পাড়া প্রধান আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে পাড়া প্রধান আহত

বান্দরবান: দুর্বৃত্তদের গুলিতে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের মিঞ্জিরি পাড়ার প্রধান (কারবারী) থোয়াইহ্লামং মার্মা (৬৫) গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৯ ডিসেম্বর) দিনগত গভীররাতে একই পাড়ায় এ ঘটনা ঘটে।



গুলিবিদ্ধ থোয়াইহ্লামংকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, শনিবার রাত সাড়ে ১২টার দিকে রাজপূণ্যাহ মেলা থেকে বাড়ি ফিরছিলেন মিঞ্জিরি পাড়ার কারবারী থোয়াইহ্লামং। বাড়ির কাছাকাছি এলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে বুকে গুলি লেগে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. ওমর ফারুক।

বান্দরবান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক উল্লাহ বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তবে কারা কেন তার ওপর এ হামলা চালিয়েছে তা জানা যায়নি। তদন্ত করে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।