ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আগরতলায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
আগরতলায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে  পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের পক্ষে বিজিবি-১২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নজরুল ইসলাম (পিবিজিএম) ও ভারতের পক্ষে বিএসএফ ১৯৫ ব্যাটলিয়নের অধিনায়ক চিতর পাল নেতৃত্ব দেন।



বিজিবি সূত্র জানায়, আড়াই ঘণ্টা ধরে চলা এ বৈঠকে বিজিবি'র পক্ষ থেকে ভারত থেকে আসা দূষিত কালো পানি বন্ধ করার দাবি জানানো হয়।

এছাড়াও মাদক, জাল নোট পাচার বন্ধসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বৈঠকে।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।