ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৯ জুলাই ২০২৪, ০১ মহররম ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ে

বর-কনের বাবা-মাসহ ৪ জনের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
বর-কনের বাবা-মাসহ ৪ জনের জরিমানা ছবি: প্রতীকী

ভোলা: ভোলার দৌলতখান উপজেলায় বাল্যবিয়ে দেওয়ার অভিযোগে বর ও কনের বাবা-মাসহ চারজনকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ জরিমানা করেন।


 
দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার পৌর ছয় নম্বর ওয়ার্ডের গোডাউন এলাকার আবদুল ম‍ান্নান ও তার ছেলে আমাজদ হোসেন (১৯), একই এলাকার গিয়াস উদ্দিন ও তার স্ত্রী হাসিনা বেগম।

স্থানীয়রা জানান, গোডাউন এলাকার মান্নানের ছেলে আমজাদ হোসেনের সঙ্গে একই এলাকার গিয়াস উদ্দিনের মেয়ের বিয়ে ঠিক হয়। বুধবার দুপুরে তাদের বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বিয়ে বন্ধ এবং বর ও কনের বাবা-মাসহ চারজনকে আটক করে।

পরে সন্ধ্যায় তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাদের প্রত্যেকে পাঁচশ’ টাকা করে দুই হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।