ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রতিবন্ধী নারী নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
প্রতিবন্ধী নারী নেতৃত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রতিবন্ধী নারীদের নেতৃত্ব বিকাশের লক্ষ্যে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) উদ্যোগে ‘উন্নয়নে প্রতিবন্ধী নারী নেতৃত্ব বিষয়ক সেমিনার ২০১৫’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) বিপিকেএস কমপ্লেক্সে এ সেমিনার হয়।

এতে সভাপত্বি করবেন বিপিকেএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল।

সেমিনারে দেশের ৪০টি জেলায় কর্মরত তৃণমূল পর্যায়ের প্রতিবন্ধী সংগঠনের ৪০ জন প্রতিবন্ধী নারী নেত্রী অংশ নেন। সফল নারী আলোচকের ভূমিকায় দৈনিক ইত্তেফাকের সিনিয়র নারী সাংবাদিক ফরিদা ইয়াসমিন ও ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর সুলতানা রহমান নিজেদের পেশাজীবী নারী হিসেবে চ্যালেঞ্জ ও সফলতার কথা তুলে ধরেন।  

সমাপনী অনুষ্ঠানে এনজিও বিষয়ক ব্যুরো’র সহকারী পরিচালক এসএম শাহীন পারভেজ (উপ সচিব), প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।