ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
ঈশ্বরদীতে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সাধারণ জ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

এ আয়োজনের মিডিয়া পার্টনার ছিল দেশের প্রধান অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর ডট কম ও সাপ্তাহিক ঈশ্বরদী।

 

শনিবার (২৬ ডিসেম্বর) সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্রদের সংগঠন সৌহার্দের উদ্যোগে এসএম মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে পুরস্কার বিতরণ করা হয়।

সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে অটুট এ স্লোগানে প্রায় ২৫০ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আয়নুল ইসলাম।

সৌহার্দের সভাপতি সহকারী অধ্যাপক মতিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক শহীদুল হক শাহীন, সাংবাদিক মাহাবুবুল হক, সেলিম সরদার,বাংলাদেশ রেলওয়ে পাকশী চন্দ্রপ্রভা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক দেবদাস স্যান্যাল, ভাঙ্গুড়া উপজেলা প্রকৌশলী রবিউল আওয়াল রিজভি।

এই কুইজ প্রতিযোগিতার প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন এসএম রওনক রহমান।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।