ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

সাভারে বায়োটেক গবেষণাগার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
সাভারে বায়োটেক গবেষণাগার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে বায়োটেক গবেষণাগার উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক গবেষণাগারটি উদ্বোধন করেন।



এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক নুরুন্নাহারসহ ইনস্টিটিউটে কর্মরত বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা। ‍

সরকারি অর্থায়নে প্রায় চার কোটি টাকা ব্যয়ে বায়োটেক গবেষণাগার স্থাপন করা হয়েছে।

পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্যে দুধ, মাংস ও ডিমের উৎপাদন বাড়াতে এবং দেশে বিভিন্ন খামারিদের উৎপাদনমুখী কার্যক্রমকে গতিশীল করতে বায়োটেক গবেষণারটি সহায়ক ভূমিকা রাখবে বলেও জানান সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।