ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

অাখাউড়ায় এক প্লাটুন বিজিবি মোতায়েন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
অাখাউড়ায় এক প্লাটুন বিজিবি মোতায়েন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার অাখাউড়া পৌরসভা নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

বেসামরিক প্রশাসনকে সহায়তার লক্ষে রোববার (২৭ ডিসেম্বর) রাত থেকেই টহল শুরু করেছে বিজিবি।



১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারেন সেজন্য নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।