ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মালিতে বিমান বাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট প্রতিস্থাপন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
মালিতে বিমান বাহিনীর শান্তিরক্ষা কন্টিনজেন্ট প্রতিস্থাপন

ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নতুন কন্টিনজেন্ট প্রতিস্থাপন করছে বাংলাদেশ বিমান বাহিনী।
এর অংশ হিসেবে রোববার রাতে জাতিসংঘের ভাড়া করা বিমানে দেশটির রাজধানী বামাকোর উদ্দেশে বিমান বাহিনীর ১২৩ জন সদস্য ঢাকা ছেড়েছেন।



সোমবার (২৮ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর এই কন্টিনজেন্টগুলো বাংলাদেশ ইউটিলিটি এভিয়েশন ইউনিট ও বাংলাদেশ এয়ারফিল্ড সার্ভিসেস অ্যান্ড ম্যানেজমেন্ট ইউনিট-২ নিয়ে গঠিত।

এসব ইউনিটের নেতৃত্বে দেবেন এয়ার কমডোর মো. শফিকুল আলম ও গ্রুপ ক্যাপ্টেন মোস্তাক আহমদ।

আইএসপিআর জানায়, মালিতে বিবাদমান সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

এ দায়িত্ব অব্যাহত রেখে এরই মধ্যে দেশটির সরকার ও আপামর জনসাধারণের আস্থা অর্জন করতেও সক্ষম হয়েছেন শান্তিরক্ষার কাজে নিয়োজিত বিমান বাহিনীর সদস্যরা।

এর আগে ২৪ ডিসেম্বর বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল আবু এসরার জাতিসংঘ মিশনে অংশ নেওয়া বিমান বাহিনী কন্টিনজেন্ট সদস্যদের উদ্দেশে ব্রিফিং করেন।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
জেপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।