ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

বগুড়ায় বাস-ট্রাকের ধাক্কায় শিশুসহ নিহত ২, আহত ১২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
বগুড়ায় বাস-ট্রাকের ধাক্কায় শিশুসহ নিহত ২, আহত ১২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরো ১২ জন।



সোমবার (২৮ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার নির্মাণাধীন থানা ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সাতজনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন- দিনাজপুরের ঘোড়াঘাট এলাকার আব্দুর রাকিবের মেয়ে রেনাত আজমির (৪) ও একই এলাকার রবিনের স্ত্রী রমেনা (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া হানিফ এন্টারপ্রাইজের (ঢাকা মেট্রো -ব-১৪-৭৩৫২) যাত্রীবাহী একটি বাস ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শাহ সিমেন্ট কোম্পানির একটি ট্রাকের (ঢাকা মেট্রো -উ-১১-২০৪১) সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

ছিলিমপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) শাহ আলম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫ / আপডেট ২০২৬ ঘণ্টা
এমবিএইচ/আরএইচএস/আইএ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।