ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেঘনা থেকে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
মেঘনা থেকে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেড ডুবির ঘটনায় নিখোঁজ শ্রমিক শিপনের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।

নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর সোনারগাঁ চরকিশোরগঞ্জ এলাকায় নদী থেকে সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।



নিহত শিপন মিয়া গোপালগঞ্জ জেলার দুর্গাপুর এলাকার জোবেদ মিয়ার ছেলে।

নৌ পুলিশ ফাঁড়ি নারায়ণগঞ্জ জোনের পরিদর্শক শাহ আলম এই প্রতিবেদককে জানান, নিখোঁজ শিপনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে মোহনপুর থেকে চর কিশোরগঞ্জ এলাকায় যাওয়ার পথে ‘এমভি মাগফেরাত’ নামে একটি লাইটারেজ জাহাজ বালুবাহী ‘বালুকনা’ বাল্কহেডকে ধাক্কা দেয়। এতে ওই বাল্কহেডটি পানিতে তলিয়ে যায়। এ ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন শিপন।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।